যশোরের দৈনিক রানার সম্পাদক আরএম সাইফুল আলম মুকুলের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার কালোব্যাজ ধারণ, শোক পদযাত্রা, শহিদের স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়ার মধ্য দিয়ে দিবসটি স্মরণ করেছে সাংবাদিকরা। বেলা ১১টায় প্রেস ক্লাব যশোর থেকে কালোব্যাজ ধারণ করে শোক পদযাত্রা বের হয়। এ পদযাত্রা সময় শহরের পিয়ারী মোহন রোডে আরএম সাইফুল আলম মুকুলের স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এতে বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচআর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, যশোর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোপী নাথ দাস, সাধারণ সম্পাদক এম আর খান মিলন প্রমুখ।
এছাড়াও দৈনিক স্পন্দন, দৈনিক রানার, দৈনিক গ্রামের কাগজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।
১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে রানার সম্পাদক সাইফুল আলম মুকুল শহর থেকে বেজপাড়ার নিজ বাসভবনে যাওয়ার পথে চারখাম্বার মোড়ে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন।