যশোরে মোটরসাইকেল ও বালু ভর্তি ট্রাকের সাথে সংঘর্ষে একজনের মৃত্যু

আরো পড়ুন

যশোরের কেশবপুরের সড়কে মোটরসাইকেল ও বালু ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত আলতাপোল গ্রামের নূর হোসেন বিশ্বাসের ছেলে আনার বিশ্বাস। এ ঘটনায় ওই মোটরসাইকেলের চালক সাবদিয়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে মিন্টু হোসেন গুরুত্ব জখম হয়েছেন। সন্ধ্যা সাতটায় চিকিৎসাধীন অবস্থায় খুলনার সিটি মেডিকেলে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে থানা পুলিশ। মোটরসাইকেলের চালক মিন্টু হোসেনের একটি হাত কেটে ফেলতে হয়েছে বলে পরিবার থেকে জানানো হয়েছে।

কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল বলেন, পুলিশ ঘটনা স্থলপরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ