যশোরে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রানা গ্রেফতার

আরো পড়ুন

যশোরের শার্শায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রানা হোসেন (৩০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

শনিবার (২৬ আগস্ট) রাতে শার্শা উপজেলার নাভারন ব্রুজবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার র‌্যাব-৬ যশোরের সদস্যরা।

রানা শার্শার মাটিপুকুর এলাকার নজরুল ইসলামের ছেলে।

র‌্যাব-৬ যশোরে কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রানা হোসেন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আগামী গত ১৩ মে ২০১৩ সালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেনসিডিলসহ ফরিদপুর জেলার কোতয়ালি থানা এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাবের হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে আসামির বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। ওই মামলায় গ্রেফতারকৃত আসামি বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়। অন্য দিকে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলাটির বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত গত ২২ জানুয়ারি ২০২৩ তারিখ আসামি রানা হোসেনকে (৩০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা পূর্বক গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রানা হোসেনকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৬, যশোর এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। গোপন তথ্যের ভিত্তিতে আভিযানিক দল শনিবার রাতে শার্শা থানাধীন নাভারন ব্রুজবাগান এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি রানাকে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ