যশোরে মাদকসহ চারজন ধরা

আরো পড়ুন

যশোরে ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে পুলিশ।

কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ভেকুটিয়া বাজারের পাশে বিএএফ মিউজিয়ামের প্রধান গেটের সামনে থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলাম সাগর (২৯) নামে এক যুবককে আটক করা হয়। সাগর ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা জানিয়েছেন, শুক্রবার রাত পৌনে নয়টার দিকে শহরতলীর পুলেরহাট বাজারের গফফার সুপার মার্কেটের দ্বিতীয়তলার ভাড়াটিয়া মাসুদ রানার দোকন থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। মাসুদ রানা মন্ডলগাতী গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

ডিবির এসআই আমিরুল ইসলাম জানিয়েছেন, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপশহর ই ব্লক এলাকার একটি দোকানের সামনে থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। এরা হলো, শহরের নীলগঞ্জ এলাকার ফজলু মিয়ার ভাড়াটিয়া মৃত আব্দুল কুদ্দসের ছেলে বাবলু মিয়া (৫০) এবং উপশহর ই ব্লক এলাকার মৃত রুহুল আমিনের ছেলে রবিউল আমীন লিটন (৪৬)।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ