যশোরে গত ২ দিন ব্যাটারি চালিত রিকশার মোটর খুলে নেয়ার প্রতিবাদে সমাবেশ ও গণ মিছিল করেছে যশোর জেলা ব্যাটারি চালিত রিকশা ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
শহরে গণমিছিল বের হওয়ার আগে বুধবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা ব্যাটারি চালিত যানবাহন আটক বন্ধ করা হোক এবং অবিলম্বে বিআরটিএ কর্তৃক লাইসেন্স দেওয়া হোক এ দাবি জানান।