যশোরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আরো পড়ুন

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যশোরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। “পরিবর্তনশীল গতিপথ, রূপান্তরিত শিক্ষা” প্রতিবাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। র‍্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার।

বৃহস্পতিবার সকালে যশোর কালেক্টারেট চত্বর থেকে একটি র‍্যালি শহর প্রদক্ষিণ করে। র‍্যালিতে জিলা স্কুল, যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, যশোর কালেক্টারেট স্কুল ও নব কিশলয় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খালেদা খাতুন রেখা, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, যশোর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ, কালেক্টারেট স্কুলের প্রধন শিক্ষক মোদাচ্ছের হোসেন প্রমুখ।

এদিকে যশোর সরকারি এমএম কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আবু বকর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মদন কুমার সাহা।

যশোর সরকারি মাহিলা কলেজের আলোচনা সভায় অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সরদার মোঃ একরামুল আজিজ।

যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আলোচনা সভা ও প্রবীণ শিক্ষক তারাপদ দাসকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ