যশোরের বেনাপোলের আমড়াখালি চেকপোস্টে বাস তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক তরিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার শিকরী গ্রামের বাসিন্দা। বুধবার (১১ অক্টোবর) আমড়াখালি চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবির যশোর-৪৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সেলিমুদদোজা বলেন, গোপন খবরের ভিত্তিতে জেসিও সুবেদার মনিরুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল বুধবার আমড়াখালি চেকপোস্টে বাস তল্লাশি করে ভারতীয় ৫০ বোতল ফেনসিডিলসহ তরিকুল ইসলামকে আটক করা হয়।
আটককৃত আসামিকে মালামালসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সেলিমুদদোজা।