যশোরের গোরাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপের গেট তৈরি হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিকের পানির বোতলে। তিনতলা বাড়ির আদলে তৈরি এই গেটটি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।
মন্দির কমিটির সভাপতি ভরত দাস বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের বোতল সংগ্রহ করে গেট তৈরি করা হয়েছে। পূজা শেষে এই বোতলগুলো পুড়িয়ে ফেলা হবে। এর মাধ্যমে মানুষকে পরিবেশের প্রতি সচেতন করার চেষ্টা করা হচ্ছে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক দিপংকর দাস বলেন, সারাদেশের মানুষের জন্য আমাদের এলাকার মানুষের পক্ষে একটাই বার্তা পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক বর্জন করুন। যত সুন্দরই দেখতে হোক না কেন প্লাস্টিক পরিবেশবান্ধব না।
প্লাস্টিকের বোতল দিয়ে নান্দনিক গেট তৈরির প্রধান কারিগর সজিব দাস বলেন, এই গেটে সাত হাজার ২০১টি খালি বোতল ব্যবহার করা হয়েছে। যার বেশিরভাগই সাদা বোতল। এছাড়া প্রায় ১৫ কেজি পেরেক, ১০ কেজি তার এবং প্রায় ৩০ সিএফটি কাঠের বাটাম ব্যবহার করা হয়েছে।