জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে যশোরে র্যালি ও আলোচনা সভা হয়েছে। এবারের `প্রতিপাদ্য আইন মেনে সড়কে চলি; স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।
রবিবার সকালে যশোর কালেক্টারেট চত্বরে জেলা প্রশাসন যশোর ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (হাইওয়ে) আলী আহমেদ হাশমী, সিভিল সার্জন মেডিকেল অফিসার ডাক্তার রেহনেওয়াজ, এলজিডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সহকারী পরিচালক মামুনুর রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন বিআরটিএ যশোরের সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান।