যশোরে জন্মাষ্টমী উৎসব উদযাপিত

আরো পড়ুন

যশোরে সনাতন ধর্মের যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) শহরের টাউনহল মাঠে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ।

জন্ম উৎসব অনুষ্ঠানে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ার্দার, পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক রতন আচার্য।

যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে উপিস্থত ছিলেন বাঁচতে শেখার পরিচালক এঞ্জেলা গমেজ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবিন পাল ও পৌর শাখা সাধারণ সম্পাদক প্রদীপ কুমার নাথ বাবলু প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক দেবাশীষ রাহা ও সাংগঠনিক সম্পাদক প্রশান্ত সাহা।

শ্রীকৃষ্ণের জীবনী নির্ভর আলোচনা সভা শেষে বর্ণাট্য শোভাযাত্রা বের হয়। তারপর নীলগঞ্জ মহাশ্মশানে ধর্মীয় অনুষ্ঠান হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ