যশোরের কোতয়ালী থানাধীন চুড়িপট্টিতে আজ রাত আটটার দিকে পূর্ব শত্রুতার জেরে এক বিক্রয়কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম রাজিব ওরফে সাজেদ (১৭), তিনি যশোর সদরের ফতেপুর ইউনিয়নের ঝুমঝুম পুরেরে বাদল খানের ছেলে।
পুলিশ জানায়, রাজিব যশোর বড় বাজার চুড়িপট্টির একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করত। আজ রাত আটটার দিকে পায়েল, ইয়ামিন, রায়হান সহ ছয়/সাত জন অজ্ঞাত যুবক রাজিবকে দোকান থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে।