যশোরে এসএসএসি ৮৭ ব্যাচের উদ্যোগে ২০২৩ সালের এসএসএসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে শহরের সিসিটিএস মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে এসএসএসি ৮৭ ব্যাচ যশোরের সভাপতি ডাক্তার মোহাম্মদ শহিদুল হক রাহাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন এসএসএসি ৮৭ ব্যাচ যশোরের সহ-সভাপতি নূর ইসলাম মোল্যা, ডাক্তার এনামুল কবির, সাংগঠনিক সম্পাদক শফিকুল কবির অপু। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আকমাম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক নাসিরুজ্জামান।