যশোরের শিহাব ফরিদী সজীবের মৃত্যুতে শোক

আরো পড়ুন

যশোরের শংকরপুরের আকবর মোড়ের ফার্মাসিস্ট শিহাব ফরিদী সজীব (৪২) ১০ দিনের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি গত ১৩ অক্টোবর যশোর শহরের মুড়লি ব্রাক অফিসের সামনে মোটরসাইকেল-মাহিন্দ্রা সংঘর্ষে গুরুতর আহত হন।

আহতদের মধ্যে শিহাব ও সামসুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার করা হয়। ঘটনার পরদিন শনিবার সামসুদ্দিন মারা যান এবং শিহাব হাসপাতালে ভেন্টিলেশনে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার সকালে শিহাবের অবস্থার অবনতি ঘটলে পরিবারের সম্মতি ও ডাক্তারের পরামর্শে ভেন্টিলেশন খুলে দেওয়া হয়। এরপর তিনি মারা যান।

শিহাবের মৃত্যুতে যশোর এস.এস.সি-২০০২ ব্যাচ গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

মঙ্গলবার এশাবাদ শহরের আনসার ক্যাম্প আকবরের মোড় জামে মসজিদে শিহাবের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

শিহাব ফরিদী সজীবের জীবনী

শিহাব ফরিদী সজীব ১৯৮৫ সালের ২৫ ডিসেম্বর যশোরের শংকরপুরে জন্মগ্রহণ করেন। তিনি যশোর জিলা স্কুল থেকে এসএসসি ও যশোর শাহিন কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি অনুষদ থেকে বি.ফার্ম ডিগ্রি লাভ করেন।

শিহাব পেশায় একজন ফার্মাসিস্ট ছিলেন। তিনি যশোর শহরের শংকরপুরে ফ্যামিলি কেয়ার নামে একটি ফার্মেস ছিল।তিনি একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

শিহাবের মৃত্যুতে তার পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীরা গভীর শোকাহত।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ