যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের স্ত্রী ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অতিরিক্ত পরিচালক বিপ্লবী রাণী জোয়ারদার মারা গেছেন।
তিনি রোববার রাত ১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিপ্লবী রাণী জোয়ারদার ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। এর আগে তিনি ভারতের মুম্বাইয়ে ও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।
তিনি ১৯৯০ সালে এনএসআইতে যোগদান করেন এবং ২০২২ সালে অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পান। তিনি একজন দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।