মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, প্লাবিত নিম্নাঞ্চল

আরো পড়ুন

টানা বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া অব্যাহত থাকায় মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

শনিবার (৫ আগস্ট) মধ্যরাত থেকে রবিবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টি অব্যাহত রয়েছে।

এতে করে সাগর পাড়ের দুবলার চরে ৫-৬ ফুট ও পশুর নদীতে দুই-আড়াই ফুট পানি বেড়েছে। অস্বাভাবিক জোয়ারে তলিয়ে যাচ্ছে দুবলার চর, সুন্দরবন, উপকূলীয় নিম্নাঞ্চল ও মোংলার বিভিন্ন এলাকার চিংড়ি ঘের। জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পৌর শহরের রাস্তাঘাট ও বাড়িঘরে। ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা।

বৃষ্টিপাতের কারণে বন্দর জেটিতে সব কার্যক্রম স্বাভাবিক থাকলেও চ্যানেলে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাসের কাজে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন হারবার বিভাগ।

গত ২৪ ঘণ্টায় মোংলায় বৃষ্টিপাত হয়েছে ৬৫ মিলিমিটার। বিষয়টি নিশ্চিত করে মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ হারুন অর রশিদ বলেন, আগামী আরো কয়েকদিন এমন বৃষ্টি অব্যাহত থাকবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ