মোংলায় বিদেশি জাহাজ থেকে চুরি করা তেলসহ আটক ২

আরো পড়ুন

মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে চুরি করা ১৮ ড্রাম জ্বালানি তেল (ডিজেল)সহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোংলা নদীর পাড় থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, বন্দরের হারবাড়ীয়ায় অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে তেল (ডিজেল) পাচার করে ট্রলারবোঝাই করছে এমন গোপন খবর আসে। পরে রাতে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার অভিযানে নামেন। রাত ৮টার দিকে বন্দরের পশুর চ্যানেল দিয়ে একটি ট্রলার দ্রুত যেতে দেখে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

অভিযানে ফজলু মৃধার ছেলে হেলাল মৃধা (৩০) ও কামাল হোসেনের ছেলে রনিকে (২৫) আটক করা হয়। এ সময় ১৮ ড্রাম জালানি তেল (ডিজেল) উদ্ধার করা হয়।

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, পশুর নদীতে অভিযান চালিয়ে চোরা তেলসহ দুজন আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, মোংলা বন্দরের আশপাশে চোরাচালানের ঘটনা নিয়মিত ঘটছে। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি। চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ