রাজধানীর মিরপুরে দিনে দুপুরে একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটি পুরোপুরি পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মিরপুর-১০ এলাকায় একটি বিআরটিসি বাসের সামনে দিয়ে একটি মোটরসাইকেল যাচ্ছিল। মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি বাসটির পেছনে গিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে বাসটিতে থাকা যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন।
তিনি জানান, আগুন লাগা বাসটিতে কোনো যাত্রী ছিল না। তবে, আগুনের কারণে বাসটি পুরোপুরি পুড়ে যায়। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, রোববার সকাল থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ১৬টি আগুন লাগার তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস। এই সময়ের মধ্যে ১৮টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।