মালয়েশিয়ায় ট্রাক উল্টে যশোরে রেমিট্যান্স যোদ্ধা নিহত

আরো পড়ুন

মালয়েশিয়ায় ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছে যশোরে রেমিট্যান্স যোদ্ধা আল মামুন জুবায়ের নামে এক যুবক। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে এই দুরঘটনা ঘটে।

শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দীন আহম্মেদ তোতা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আল মামুন জুবায়ের শার্শা উপজেলার বলিদাহ গ্রামে বাড়ি। জুবায়ের ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বজন ও প্রতিবেশিরা জানিয়েছে, জীবিকার তাগিদে ৬ মাস আগে জুবায়ের মালয়েশিয়ায় যান। সেখানে তিনি ট্রাক চালাতেন। ঘটনার দিন ট্রাকে মালবোঝাই করে নিয়ে যাচ্ছিলেন। এসময় পথিমধ্যে ট্রাকটি উল্টে গিয়ে ট্রাকের নিচেই চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দীন আহম্মেদ তোতা জানান, জুবায়েরের লাশ মালয়েশিয়ার একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দেশে ফেরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান জানানো হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ