মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অবাধ-সুষ্ঠু নির্বাচনে সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ

আরো পড়ুন

বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সোমবার বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার।

বৈঠকে আফরিন আখতার বাংলাদেশের আগামী নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন আফরিন আখতারের প্রতিশ্রুতিতে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ একটি স্থিতিশীল ও উন্নয়নশীল দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশের নির্বাচনকে আরও সুষ্ঠু ও গ্রহণযোগ্য করে তোলার আশা প্রকাশ করেন।

বৈঠকে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আফরিন আখতারের সফরটি বাংলাদেশের আগামী নির্বাচনকে সামনে রেখে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের আরও জোরদার করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ