হার দিয়ে ব্যর্থ এশিয়া কাপ শুরু করলেও জয়ে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ। এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে সুপার ফোরে ভারতকে হারিয়ে আজ দেশে ফিরেছে সাকিব আল হাসানের দল। বেলা ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায় বাংলাদেশ দল।
শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের হার দিয়ে এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানের জয়ে সুপার ফোরের টিকিট নিশ্চিত হয়। সুপার ফোরে পাকিস্তান এবং শ্রীলঙ্কার কাছে টানা দুই হারে এশিয়া কাপ থেকে ছিটকে যায় টাইগাররা। সবশেষ ভারতের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে ৬ রানের জয় পায় বাংলাদেশ।
দেশে ফিরে বিশ্রামের সুযোগ পাচ্ছে না টাইগাররা। আগামী ২১শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ড সিরিজ।