আজ শনিবার, ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৭ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া।
টস জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৯ রান তোলে। এরপর ভারতের ইনিংস ৩৮.৩ ওভারে মাত্র ২৫২ রানে অলআউট হয়ে যায়।
অস্ট্রেলিয়ার হয়ে ডেভিড ওয়ার্নার ৮৯, মার্নাস লাবুশানে ৮১ ও মিচেল মার্শ ৬২ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে যুজবেন্দ্র চাহাল ৪ উইকেট নেন।
অস্ট্রেলিয়ার হয়ে ম্যাচসেরার নির্বাচিত হয়েছেন ডেভিড ওয়ার্নার।
এই জয়ের ফলে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতা ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এর আগে তারা ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালেও বিশ্বকাপ জিতেছিল।
অন্যদিকে, ২০০৭ সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে পরাজিত হলো ভারত।