ব্যাটারীচালিত যানবাহনের লাইসেন্স প্রদান সহ ১০ দফা দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

আরো পড়ুন

ব্যাটারীচালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান সহ ১০ দফা দাবীতে যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। রোববার বেলা ১২টায় রিকশা-ভ্যান-ইজবাইক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে ১০ দফা দাবীগুলো হচ্ছে, আধুনিকায়নের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ করে বুয়েট প্রস্তাবিত মডেলে আধুনিকায়নসহ বিএরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান করা ও আধুনিকায়নের জন্য আর্থিক প্রণোদনা দেয়া, বিআরটিএ কর্তৃক ব্যাটারীচালিত যানবাহন চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান, লাইসেন্স প্রদান সম্পন্ন না হওয়া পর্যন্ত ব্যাটারীচালিত যানবাহন আটক বন্ধের নির্বাহী আদেশ জারি করা, ব্যাটারীচালিত যানবাহন শ্রমিকদের উপর জুলুম-নির্যাতন বন্ধ করা, ব্যাটারীচালিত যানবাহন গ্যারেজের ট্রেড লাইসেন্স প্রদান করা, বিভিন্ন রাস্তায় রিকশা-ভ্যান-ইজিবাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, রিকশা-ভ্যান ও সাইকেলের জন্য সড়কে সার্ভিস লেন নির্মান করা। বাস্তবসম্মত পরিকল্পণার ভিত্তিতে রাস্তা ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন ও ব্যাটারীচালিত যানের জন্য র‌্যাকার বিল কমিয়ে যৌক্তিক করা, শ্রমিকদের জন্য রেশন চালু ও বাসস্থানের ব্যবস্থা করা, বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত করা, জীবিকার সুরক্ষা আইন প্রণয়ন করা, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের মানুষ হিসেবে নাগরিক অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা, ব্যাটারীচালিত যানবাহনকে গণপরিবহন হিসেবে শিল্পের স্বীকৃতি দেয়া।

স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন, রিকশা-ভ্যান-ইজবাইক শ্রমিক ইউনিয়নের আহবায়ক আব্দুল জলিল, সদস্য আব্দুল লতিফ, মোঃ ইব্রাহিম, আব্দুর রফিক প্রমুখ। এর আগে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করা হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ