দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলে চুরি সংঘটিত হওয়ার সময় প্রায় ৪ লক্ষাধিক টাকা মূল্যের “ব্রীজের এ্যাঙ্গেল”(বীজ নির্মাণে ব্যবহৃত হয়) সহ চোর চক্রের ৩ চোর কে গ্রেফতার করেছে বন্দরে ডিউটিরত আনসার সদস্যরা। ভারত থেকে আমদানিকৃত এসব “এ্যাঙ্গেল” ইন্ডিয়ান ট্রাক টার্মিনাল( টিটিআই মাঠ) এ উন্মুক্ত অবস্থায় সংরক্ষিত ছিল।
বন্দরের আনসার ক্যাম্প ইনচার্জ সামসুল হক(প্লাটুন কমান্ডার) জানিয়েছেন, মঙ্গলবার(১০ অক্টোবর) রাত ১০ টার দিকে চোর চক্রের প্রথম দুইজন (যাদেরকে রাতেই ধরা হয়) টিটিআই মাঠ ঘেরা প্রাচীরের পাশে সন্দেহাতীত ভাবে চলাফেরা করতে দেখে আমি এবং আমার সাথে থাকা ডিউটিরত সঙ্গীয় ফোর্স চোর চক্রের ঐ দুইজনকে জিজ্ঞাসাবাদ করার লক্ষ্যে অগ্রসর হই, কিন্তু আমাদের অবস্থান দেখে দুটি সাদা প্লাষ্টিকের বস্তায় চুরিকরা এ্যাঙ্গেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আমরা তাদেরকে সে সুযোগ না দিয়ে তাদেরকে ধরে ফেলি। পরে চুরি করা মালামাল(এ্যাঙ্গেল) উদ্ধার করে তাদের দুজনকে মালামাল সহ রাতেই বেনাপোল পোর্টথানায় সোপর্দ করারা হয়।
আটক আসামীরা হলেন, ১। মোঃ সাগর হোসেন(৩২), পিতা: আনোয়ারুল ইসলাম, গ্রাম: বড়আঁচড়া, থানা: বেনাপোল পোর্ট, উপজেলা: শার্শা,যশোর। ২। বাবলু মোড়ল(৪২), পিতা: আতিয়ার মোড়ল গ্রাম: দিঘীরপাড়, থানা: বেনাপোল পোর্ট, উপজেলা: শার্শা,যশোর। ৩। সাগর হোসেন (৩৪), পিতা: মোঃ কোরবান আলী, গ্রাম: বড়আঁচড়া, থানা: বেনাপোল পোর্ট, উপজেলা: শার্শা, যশোর।
অপরদিকে, বুধবার(১১ অক্টোবর) সকাল ৭টার দিকে টিটিআই মাঠের ঐ একই স্থান হতে “ব্রীজের এ্যাঙ্গেল”সহ সাগর হোসেন(৩৪) নামের চোরচক্রের অপর একজনকে গ্রেফতার করেছে ডিউটিরত আনসার সদস্যরা। উদ্ধার করা “এ্যাঙ্গেল” সহ সকালেই তাকে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়।
বন্দরের অভ্যন্তরে চুরির ঘটনার বিবরণ জানিয়ে শার্শা উপজেলার আনসার কমান্ডার(ভারপ্রাপ্ত), আব্দুল্লাহ আল রাসেল বলেন, ইন্ডিয়ান ট্রাক টার্মিনাল(টিটিআই মাঠ)টি সীমান্তের নিকটবর্তী হওয়ায় চোরাচালান এবং চোরচক্রের সদস্যরা রাতদিন প্রতিনিয়ত বন্দর এলাকাজুড়ে সুযোগ খুঁজতে থাকে, কিন্তু আনসার বাহিনী’র কড়া নিরাপত্তার কারণে সে সুযোগ তাদেরকে দেওয়া হয়না।
যার ফলশ্রুতিতে ৪ লাখ টাকার “এ্যাঙ্গেল” সহ আসামী তিনজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই।