বেনাপোলে পৌনে ২ কোটি টাকার স্বর্ণ সহ আটক ১

আরো পড়ুন

আবু সাঈদ শান্ত, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
বেনাপোল সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ১৮টি স্বর্ণের বারসহ আকতারুল (২০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে স্বর্ণের এ চালানসহ তাকে আটক করা হয়।

আটক আকতারুল বেনাপোল পোর্ট থানাধীন খলসি গ্রামের আবু বক্করের ছেলে।

খুলনা ২১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বেনাপোল সীমান্তের পুটখালি গ্রাম দিয়ে স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচার করা হচ্ছিল।

খবর পেয়ে পুটখালিতে অভিযানে যায় বিজিবি। এসময় সন্দেহ হওয়ায় একটি ইজিবাইক থামিয়ে যাত্রীদের দেহ ও মালপত্র তল্লাশি করা হয়।

তল্লাশিতে আকতারুল নামে এক যাত্রীর কাছে ১৮টি স্বর্ণের বার পাওয়ায় তাকে আটক করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন দুই কেজি ৮০ গ্রাম।
যার দাম প্রায় এক কোটি ৮৮ লাখ টাকা।

এসময় ইজিবাইকটিও জব্দ করা হয়। এ ঘটনায় স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে আটক ব্যাক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ