বেনাপোলে পরিত্যক্ত ঘর থেকে ১৮টি ককটেল জব্দ করেছেন র্যাব-৬ যশোর। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে ককটেলগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হননি।
র্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন বলেন, গোপন সংবাদে জানতে পারি বেনাপোল স্থলবন্দর সংলগ্ন বাদল সরদারের পরিত্যক্ত ঘরে বিপুল পরিমাণ ককটেল মজুত রাখা আছে। সকাল থেকে সেখানে নজর রাখা হয়। শনিবার বিকেলে র্যাবের একটি টিম নিয়ে সেখানে অভিযান চালানো হয়। মাটির নিচে পুঁতে রাখা ১৮টি তাজা ককটেল জব্দ করা হয়। ককটেলগুলো বালতির মধ্যে বালি দিয়ে বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, জব্দ ককটেল থানায় জমা দিয়েছে র্যাব। সেগুলো নিষ্ক্রিয় করা হবে। কে বা কারা কি উদ্দেশে ককটেলগুলো রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।