বেনাপোলে নেতৃত্ব দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত-৩

আরো পড়ুন

শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দখল নিয়ে বেনাপোল স্থলবন্দরে  দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। সোমবার বিকেলে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে বন্দরে মালামাল লোড-আনলোড ও পণ্য খালাস বন্ধ করে দিয়েছেন শ্রমিকদের একটি অংশ।

 

আহত শ্রমিকরা হলেন বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু আহম্মেদ (৪৫), শ্রমিক নেতা হাসেম (৩৩) ও গোলাম মোস্তফা (৩৪)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বেনাপোল বন্দরে শ্রমিকদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন ও সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটনের সমর্থক রয়েছেন। সোমবার বিকেলে  হঠাৎ করে তাদের দুটি পক্ষ বন্দরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই শ্রমিক নেতাসহ তাদের আরও কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে বন্দরের মধ্য থেকে আন্দোলনরত শ্রমিকদের বের করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বন্দর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, সকালে শ্রমিকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিরাপত্তার নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ বন্দর সড়কে টহল দিচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ