যশোরের বেনাপোল সীমান্ত থেকে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৩১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) ভোরে সীমান্তে ঝটিকা অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। তবে গ্রেফতারদের পরিবারের অভিযোগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার তারা।
গ্রেফতারদের বাড়ি বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন গ্রামে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বিএনপি-জামায়াত কর্মীরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়ে গোপন বৈঠক করছে; এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগের নাশকতা মামলা ছিল। গ্রেফতারদের যশোর আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।