‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’- স্লোগানে বেনাপোলে ডেঙ্গু প্রতিরোধে ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তার উদ্বোধন করা হয়েছে। রোববার(২৯ অক্টোবর) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন, বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দিন।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ ২৯ অক্টোবর থেকে শুরু হয়ে ৪ নভেম্বর পর্যন্ত চলবে। সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে উপজেলা পরিষদ, পৌরসভা, সরকারি দপ্তরসমূহ ও উপজেলার সকল ইউনিয়ন পরিষদের ডেঙ্গু প্রবণ এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে ডেঙ্গু লাভা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।
এই সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, পৌরসভার নির্বাহি প্রকৌশলী মোশারেফ হোসেন, মোছাঃ কামরুন্নাহার আন্না কাউন্সিলর (সংক্ষিত-৩), মোঃ সুলতান আহম্মেদ বাবু কাউন্সিলর (ওয়ার্ড নং-১), মোঃ শরীফুল ইসলাম কাউন্সিলর (ওয়ার্ড-২), হিসাবরক্ষক মোঃ রফিকুল ইসলাম, কর আদায়কারী মোঃ শিমুল আক্তার, সহকারী কর আদায়কারী মোঃ আবুল কালাম আজাদ, স্বাস্থ্য সহকারী মোঃ হাফিজুর রহমানসহ বেনাপোল পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।