বেনাপোলে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

আরো পড়ুন

যশোর জেলার শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নাধীন বেনাপোল পোর্টথানার অন্তর্গত খড়িডাঙ্গা পদ্মবিল হতে সজিব হোসেন(১৬) নামের এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বুধবার (১৮ অক্টোবর) রাতে খড়িডাঙ্গা গ্রামের পদ্মবিলের ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জবাই করা এক যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ওয়ার্ড মেম্বর মিন্টু মিয়া জানান, সজীব একজন গরীব পরিবারের সন্তান। সে ইজিবাইক চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতো। এ কারণে সে সারাদিন ইজিবাইক চালাতো। প্রতিদিন রাত ১০টা থেকে ১১টার দিকে বাড়ি ফিরে আসে। গত রাতে সে বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোজ খবর নেওয়া হয়। সকালে খবর পাওয়া যায় পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে রাতের যে কোন সময় দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় সজীব তাদের বাধা দেয়।

এক পর্যায়ে তাকে জবাই করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় এখনো মামলা হয়নি। দূর্বৃত্তদের আটক এবং ইজিবাইক উদ্ধারে অভিযান চলছে বলে ওসি জানান।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ