আবু সাঈদ শান্ত, বেনাপোল (যশোর) প্রতিনিধি:
যশোরের বেনাপোলে গোয়াল ঘরের গরুর খাবারের চাড়ীর ভেতর থেকে ৯০ বোতল ফেনসিডিলসহ মো. আলমগীর হোসেন (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) রাতে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আলমগীর হোসেন সাদিপুর গ্রামের তাহাজ্জত আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামে রাতে অভিযান চালিয়ে ধৃত আসামী আলমগীর হোসেনের বসত বাড়ীর গোয়াল ঘরের গরুর খাবারের চাড়ীর ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী আলমগীর কে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মুল্য এক লক্ষ আশি হাজার টাকা।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।