যশোর সরকারি এমএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীনের তৃতীয় মৌলিক গান ‘এভারগ্রীন’ আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে।
বুধবার সন্ধ্যায় যশোর শহরের খড়কি আইডিয়া পিঠা পার্কের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে গানটি শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়।
সংশ্লিষ্ঠরা জানিয়েছেন, ‘গানটি মূলত আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে। গানটি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের জন্য একটি অনুপ্রেরণামূলক উৎস হিসাবে কাজ করবে। ক্রিকেটের সবচেয়ে বড় উৎসবে এই গানটি বাংলাদেশের ভক্তদের উদযাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর আগে, তার ‘মধুর আবেশ’ ও ‘নীল নয়না’ শিরোনামে দুটি মৌলিক গান সঙ্গীতাঙ্গনে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।
হামিদুল হক শাহীনের ৩য় মৌলিক গান ‘এভারগ্রীন’ সুরমুক্তির আয়োজন অনুষ্ঠান আইডিয়া প্রাঙ্গণেই নানান অতিথির আগমনে সম্পন্ন হয়। এভারগ্রীন গান এর মধ্যে দিয়ে আসন্ন আইসিসি ওয়ার্ল্ডকাপ এ বাংলাদেশ টীম এর জন্য শুভেচ্ছা বার্তা ছড়ানোর ই চেষ্টা করা হয়েছে। গান টির সুর, গায়কী ও প্রযোজনায় রয়েছেন হামিদুল হক নিজেই। সংগীত পরিচালনায় ও এ আর স্টুডিও থেকে সুজন সুহৃদ এবং ভিডিও ধারণ বাঁধন ফটোগ্রাফী। ৩ মিনিট ৫২ সেকেন্ডের গানটির ভিডিওতে হামিদুল হক শাহীন ছাড়াও পারফরম্যান্স করেছে আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সদসরা, শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গানের ভিডিওতে বাংলাদেশ ক্রিকেট দলের বিভিন্ন উলেখযোগ্য বিজয়মূর্হতের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। গানে মাদক বিরোধী ও ছিনতাই প্রতিরোধে অনুপ্রেরণামূলক দৃশ্য ফুটিয়ে তুলেছে একঝাঁক আইডিয়ানরা। অনুষ্ঠানে হামিদুল হক বলেন, ‘গান আমি ভালোবেসে করি। প্রথম দুইটা গান নীল নয়না ও মধুর আবেশ কে এতো বেশি ভালোবাসা দিয়েছে আমার শিক্ষার্থীরা, সেই অনুপ্রেরণা তেই এই গান।
এভারগ্রীন গান টি আইসিসি ওয়াল্ড কাপকে সামনে রেখেই দেওয়া। বাংলাদেশ ক্রিকেট টীম কে শুভকামনা জানাতে এই ভিন্ন প্রয়াস। উপস্থিত ছিলেন যশোর কেক স্ট্যান্ড, কেক হাউস যশোর, ক্যাফে ডিলাইট যশোর এবং লুবাস কিচেনের পক্ষ থেকে ওনার ও সদস্যরা। উপস্থিত ছিলেন জনপ্রিয় ব্লগার সিথি, রিংকি, জেবুন্নেসা জবা।
এছাড়াও আইডিয়ার সকল স্বেচ্ছাসেবী ও অঙ্গসংগঠনের প্রধান। আইডিয়া স্পোকেন এর কোর্ডিনেটর নাবিলা সুলতানা দিশা বলেন, ‘এই গানটি আমাদের আবেগে প্রকাশ। স্যার এর প্রথম দুইটি গান প্রকাশের পর যে সাড়া পড়েছে তাই যেন আমাদের অনুপ্রেরণা! গান টি পাওয়া যাবে ‘হামিদুল হক শাহীন’ নামে ফেজুবুক ও ইউটিউব চ্যানেলে।