টানা তিন হারের পর আজ দুপুরে বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে পা রাখছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে বাকি ম্যাচগুলো জিততেই হবে। এই স্বপ্ন নিয়েই টাইগাররা মুম্বাইয়ে যাচ্ছে।
২৪ অক্টোবর মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংখেড় স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ইনজুরির কারণে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
ভারত ম্যাচে উদ্ভোধনী জুটিতে তানজিদ তামিম ও লিটন দাস ৯৩ রান করেছিলেন। তানজিদ ৫১ রান করেছিলেন ৪৩ বলে, লিটন ৬৬ রান করেছিলেন ৮২ বলে। মুশফিকুর রহিম ৩৮ রান করেছিলেন। ইনিংসটি খেলার পথে মুশফিক দ্বিতীয় টাইগার ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে হাজার রানের মাইলফলক গড়েছিলেন।
মাহমুদুল্লাহ রিয়াদ ৪৬ রান করেছিলেন, নাজমুল শান্ত ১৬ রান করেছিলেন। মেহেদি মিরাজ ও নাসুম আহমেদ উইকেট পাননি।
মুম্বাইয়ে ভালো খেলতে হলে টাইগারদের ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই ভালো করতে হবে। সাকিব ও তাসকিনের ইনজুরি টাইগারদের জন্য বড় ধাক্কা। তবে তানজিদ তামিম ও লিটন দাসের দারুণ ফর্ম টাইগারদের স্বপ্ন দেখাতে পারে।