বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ যাত্রা ছিল হতাশাজনক। আফগানিস্তানের বিপক্ষে জয়ে আসর শুরুর পর টানা ছয় ম্যাচে বড় বড় হার দেখে বাংলাদেশ দল। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও সেটি তাদের ব্যর্থতাকে আড়াল করতে পারেনি।
বিশ্বকাপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে হারের পর আজ সকালে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ দল। ক্রিকেটাররা সবাই দেশে ফিরলেও বিদেশি কোচিং স্টাফের সবাই ছুটিয়ে গেছেন। দলের সঙ্গে ঢাকা ফিরেছেন শুধু প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ইনজুরির কারণে সাকিব আল হাসান অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচে খেলতে পারেননি। তিনি তাই আগেই দেশে ফিরে এসেছেন।
বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলে আটে আছে। ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে পয়েন্ট টেবিলে অন্তত আটে থাকতে হবে বাংলাদেশের। রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ভারত ও নেদারল্যান্ডস। ওই ম্যাচে ডাচরা হারলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হবে।
বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেশে ফিরে অবশ্য খুব বেশি বিশ্রাম পাচ্ছেন না। ২১ নভেম্বর নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে দুটি টেস্ট খেলতে। ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলবে দুই দল।