বিলুপ্তির পথে টাইপরাইটার; কেমন আছেন টাইপিস্টরা

আরো পড়ুন

খট খট আওয়াজের একসময় টাইপ,রাইটারের পেশা ছিল রমরমা। টাইপরাইটার ছাড়া অচল ছিল অফিস-আদালত। অসংখ্য মানুষের অন্ন জোগাত টাইপরাইটার। কিন্তু যুগের বিবর্তনে টাইপরাইটাররা আজ বিলীন। এর ওপর নির্ভরশীল মানুষগুলো কেমন আছে এখন? তা জানতে গিয়েছিলাম যশোরের ডিসি অফিস চত্বরে জরাজীর্ণ টিনের ছাউনিতে বসে থাকা কিছু টাইপিস্টদের কাছে।

টাইপিস্ট আব্বাস উদ্দিনের কাছে তাদের কাজের পরিমাণ কেমন. প্রশ্নোউত্তরে তিনি জানান কাজ আগের থেকে অনেক কমে গেছে, এখন সবাই কম্পিউটার ব্যাবহার করে টাইপিং করে।

একটি করে দলিল টাইপ করতে তারা কত করে নেন প্রশ্নোউত্তরে তিনি জানান, ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত নেনে তারা।

টাইপিস্ট ভুট্টো সাহেব ১৫ বছর ধরে জড়িত আছেন টাইপরাইটারের সাথে। এখনো কেন পুরনো টাইপরাইটার ব্যাবহার করেন জানতে চাইলে তিনি বলেন, এখনো পুরনো দলীল, মোটরসাইকেলের কাগজ ইত্যাদি টাইপ করতে তারা এই যন্ত্রের উপর নির্ভরশীল।

যশোরে এখন মাত্র ৪জন টাইপিস্ট আছেন, বর্তমান যুগে টিকে থাকতে তারা সরকারের কাছে কম্পিউটারের প্রশিক্ষণ ও টাইপিস্টদের কর্মক্ষেত্রের জায়গার উন্নয়নের দাবি করেছেন তারা।

নব্বইয়ের দশকেও মোটামুটি ইনকাম ছিল টাইপরাইটারদের। এরপর ২০০০ সাল থেকে কম্পিউটার সহজলভ্য হয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যেই টাইপরাইটারের জায়গা দখল করেছে কম্পিউটার। টাইপিস্টদের অনেকেই জীবিকার তাগিদে পেশা বদল করে কম্পিউটার অপারেটর হয়ে গেছেন। তবে এখনও গুটিকয়েক মানুষ টিকে আছেন এই সম্মানিত পেশায়।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ