জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মরণে ঐতিহাসিক সোহাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে মিছিল সহকারে বিপুল সংখ্যাক নেতাকর্মীরা যোগ দিয়েছেন যশোর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঢাকার এ সমাবেশে যশোর জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন। এ মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন, কায়েস আহমেদ রিমু, সহ-সভাপতি আব্দুর রউফ পিন্টু, রনি হাওলাদার,যুগ্ম-সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত, আসাদুজ্জামান আসাদ,আশিকুর রহমান হৃদয়, মাসুদ হাসান কৌশিক, সাংগঠনিক সম্পাদক, তরিকুল ইসলাম, রকিবুল আলম হিরন, ফাহমিদ হুদা বিজয়, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ খালিদ মামুন, ঝিকরগাছা ছাত্রলীগের সভাপতি, এহসানুল হাবিব শিপলু, চৌগাছা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক, হাসান রেজা, সহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।