আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেদের আন্দোলনে ব্যর্থ হয়েছে। তারা নিজেদের ফাঁদে নিজেই পড়েছে।
তিনি বলেন, বিএনপির আন্দোলন শুরু থেকেই ছিল নানা ধরনের অরাজকতার জন্ম দিয়েছে। তারা পুলিশের উপর হামলা করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, বাস পুড়িয়ে হেলপার মারা করেছে, হাসপাতালে গিয়ে হামলা চালিয়েছে। এসব অপকর্মের জন্য বিএনপির নেতারা দায়ী।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির বড় নেতারা আটক হয়েছে। তারা কেউই এসব অপকর্মের দায় এড়াতে পারবে না। যদি বিচারের কাঠগড়ায় তাদের দাঁড় করানো হয়, তাহলে তারা কেউই এসব অপকর্মের দায় এড়াতে পারবে না।