বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এই হরতালের সকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাসে আগুন দিয়েছেন হারতালকারীরা। তবে সকাল থেকেই রাজধানীতে গণপরিবহন চলাচল স্বাভাবিক।
সদরঘাট থেকে বিভিন্ন রুটে বাসগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। সকাল ৮টা পর্যন্ত চাঁদপুর, নড়িয়া, মৃধারহাট, ইলিশার উদ্দেশে ছয়টি লঞ্চ ছেড়ে গেছে। ট্রেনের শিডিউলেও কোনো বিপর্যয় ঘটেনি। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিটি ট্রেন ছেড়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় আছে। তারা হরতালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে।
বায়তুল মোকাররমে বাসে আগুন
বিএনপি-জামায়াতের হরতাল কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এক বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল। মিছিলটি শুরু হতেই বিক্ষোভকারীরা একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি পুড়ে ছাই হয়ে যায়।
গণপরিবহন চলাচল স্বাভাবিক
বিএনপি-জামায়াতের হরতালে রাজধানীতে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই সদরঘাট, মহাখালী, গাবতলী, কাওরান বাজারসহ বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সদরঘাট থেকে বিভিন্ন রুটে বাসগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। সকাল ৮টা পর্যন্ত চাঁদপুর, নড়িয়া, মৃধারহাট, ইলিশার উদ্দেশে ছয়টি লঞ্চ ছেড়ে গেছে।
ট্রেনের শিডিউলেও কোনো বিপর্যয় ঘটেনি। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিটি ট্রেন ছেড়েছে। কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ভোর থেকেই যথাসময়ে প্লাটফর্ম ছেড়ে গন্তব্যে রওনা দিয়েছে প্রতিটি ট্রেন। শিডিউল বিপর্যয় হওয়ার মতো ঘটনা ঘটেনি। ট্রেন চলাচলও স্বাভাবিক।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান
বিএনপি-জামায়াতের হরতালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে। তারা হরতালে কোনো ধরনের হামলা-ভাঙচুর রোধে কঠোর অবস্থানে রয়েছে।