বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শার্শায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ

আরো পড়ুন

আবু সাঈদ শান্ত , বেনাপোল প্রতিনিধি:
বিএনপি-জামায়াতের দেশবিরোধী হরতাল, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শার্শায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

রবিবার (২৯ অক্টোবর) বিকাল ৪টার সময় শার্শা উপজেলার নাভারন বাজারে শান্তি ও উন্নয়ন সমাবেশ হয়। বিএনপি-জামায়াতের দেশবিরোধী হরতাল, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল নাভারন কলেজ এলাকা থেকে বের হয়ে সাতক্ষীরা মোড় ঘুরে কলেজের সামনে শেষে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াত-বিএনপি’র হরতাল বিরোধী বিভিন্ন শ্লোগানসহ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে রাজধানীতে সমাবেশের নামে বিএনপি-জামায়াত নৈরাজ্যে সৃষ্টি করছে। আওয়ামীলীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে।

আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়, দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না। আওয়ামীলীগ নেতা কর্মীদের সজাগ থাকতে হবে বিএনপি-জামায়াত দেশের কোন ক্ষতি করতে না পারে এবং জ্বালাও-পোড়াও করতে না পারে।

শান্তি সমাবেশ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধাক্ষ অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দির, শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারন সম্পাদক মফিজুর রহমান, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা, যুবলীগ নেতা জাকির হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদারসহ অনেকে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ