বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালে দেশের ৬ জেলায় নাশকতা

আরো পড়ুন

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালে দেশের বিভিন্ন স্থানে নাশকতা শুরু হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টা থেকে এখন পর্যন্ত জামালপুর, চট্টগ্রাম, নাটোর, কুমিল্লা, পাবনা ও সিলেটে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

জামালপুরে ট্রেনে আগুন

শনিবার রাত একটা ২০ মিনিটে জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার সময় ট্রেনটি স্টেশনে দাঁড়ানো ছিল। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা সেটি জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

চট্টগ্রামে বাস ও মিনি ট্রাকে আগুন

চট্টগ্রামে শনিবার রাত আটটা-নয়টার দিকে বাস ও মিনি ট্রাকে আগুন দেওয়ার দুটি ঘটনা ঘটেছে। রাত আটটার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়কে একটি চলন্ত মিনি ট্রাকে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে রাত নয়টার দিকে বহদ্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে কালুরঘাট স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

নাটোরে পার্কিংয়ে থাকা বাসে আগুন

নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় পার্কিংয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ সময় বাসটিতে কেউ না থাকায় হতাহতের খবর আসেনি।

কুমিল্লায় বাসে আগুন

কুমিল্লার নোয়াপাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার খবর এসেছে। শনিবার রাত ১২টার দিকে গরীর নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

সিলেটে বিএনপির মশাল মিছিল, পুলিশের ফাঁকা গুলি

হরতালের আগের রাতে সিলেট নগরীতে মশাল মিছিল বের করেছেন জেলা ও মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নগরীর বন্দর বাজারের রঙমহল টাওয়ারের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি ৫০-৬০ ফুট সামনে যাওয়ার পুলিশ দেখে সটকে যান নেতাকর্মীরা। এ সময় দুই রাউন্ড গুলি বর্ষণ করে পুলিশ।

পাবনায় বিক্ষোভ

পাবনা শহরের মুজাহিদ ক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুন্নবী স্বপন ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট। এ সময় দুটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

নাশকতার দায় কার?

বিএনপি ও সমমনা দলগুলো হরতালে নাশকতার অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, সরকারের বাহিনীর লোকজনই এসব নাশকতা ঘটিয়েছে। তবে পুলিশ বলছে, বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীদের দ্বারাই এসব নাশকতা ঘটেছে।

হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি

হরতালের প্রথম দিনে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে ঢাকা ও এর আশপাশের এলাকায় কিছুটা উত্তেজনা লক্ষ্য করা গেছে। এসব এলাকায় বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ