বিএনপির ডাকা হরতালে কোনো প্রভাব পড়েনি যশোরে। অফিস-আদালত, দোকানপাট খোলা রয়েছে। স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল।
হরতালের আগে গতকাল শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৫০ জনকে আটক করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে হরতালের সমর্থনে শহরে মিছিল করেছে বিএনপি। পুলিশের বাধার মুখেও পড়ে তারা। বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গতরাতে এবং আজ সকালে পুলিশ যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানাসহ তাদের ৫০ নেতাকর্মীকে আটক করেছে। তবে জনগণ তাদের হরতালে সমর্থন দিয়েছে বলে দাবি করেছেন তিনি।
পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, আজ সকাল ৬টা থেকে যশোর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। যাত্রী অভাবে দূরপাল্লার বাস এখনও সারতে পারেনি।