বাগেরহাটে বাথরুম থেকে মাদ্রাসা সুপারকে উদ্ধার করলো পুলিশ

আরো পড়ুন

বাগেরহাটের মোরেলগঞ্জে আনোয়ার হোসাইন নামে এক মাদ্রাসা সুপারকে বাথরুমের মধ্যে থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ২টার দিকে পোলেরহাট আলহাজ্ব আজহারিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

ঐ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও স্থানীয় বহিরাগতদের মারপিটের হাত থেকে রক্ষা পেতে তিনি দৌড়ে বাথরুমে আশ্রয় নেন। সেখানে বসে ৯৯৯-এ ফোন দিয়ে সাহায্য চাইলে মাদ্রাসা সংলগ্ন পোলেরহাট ফাঁড়ি পুলিশের সদস্যরা ছুটে গিয়ে বাথরুমের মধ্য থেকে তাকে বের করে নিরাপদে বাড়িতে পৌঁছে দেন।

অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান মাদ্রাসার সুপার ও সভাপতিসহ সংশ্লিষ্টদের নিয়ে জরুরি সভা করেন। সভায় ঘটনা তদন্তের জন্য সোনালী ব্যাংকের ম্যানেজারকে প্রধান করে ৩ সদস্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, মাদ্রাসার প্রায় সাড়ে ৫ লাখ টাকার হিসাব না পাওয়ায় মাদ্রাসা সুপারের সঙ্গে একজন সহকারী শিক্ষকের হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় বহিরাগত কিছু লোকজন মাদ্রাসায় ঢুকে পড়লে মাদ্রাসা সুপার আনোয়ার হোসাইন দৌড়ে বাথরুমে আশ্রয় নিয়ে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সাহায্য চান।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ