বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি যৌথভাবে তিনটি প্রকল্পের উদ্বোধন করেছেন। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথ, খুলনা-মংলা পোর্ট রেলপথ এবং বাগেরহাটের রামপালে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট। তিনটি প্রকল্পই ভারতের অর্থায়নে বাস্তবায়িত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই প্রকল্পগুলো উভয় দেশের জনগণের সমৃদ্ধি নিশ্চিত করবে। তিনি বলেন, আখাউড়া-আগরতলা রেলপথ দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধি করবে। খুলনা-মংলা পোর্ট রেলপথ মংলা বন্দরকে বিদ্যমান রেল নেটওয়ার্কের সাথে সরাসরি যুক্ত করবে। এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি বলেন, দুই দেশ একসাথে কাজ করে এ অঞ্চলের শান্তি ও উন্নয়নে অবদান রাখতে পারে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই প্রকল্পগুলোর উদ্বোধনকে স্বাগত জানান। তিনি বলেন, এই প্রকল্পগুলো উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে। তিনি বলেন, ভারত ও বাংলাদেশ একসাথে কাজ করে এ অঞ্চলের উন্নয়নে নেতৃত্ব দিতে পারে।
এই উদ্বোধন অনুষ্ঠানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন।