জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে বাংলাদেশ উন্নয়নের পথে অগ্রগতি অব্যাহত রয়েছে। তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রেই আমাদের এই সংসদের যথেষ্ট অবদান রয়েছে।
শনিবার (২২ অক্টোবর) জাতীয় সংসদে তিন সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আব্দুস সাত্তার ও পটুয়াখালী-১ আসনের এম শাহজাহান মিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাদের আত্মার মাগফিরাত কামনা করি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে।
তিনি বলেন, আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি বেড়েছে, দারিদ্র্য কমেছে, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যাপক উন্নতি হয়েছে, নারীর ক্ষমতায়ন হয়েছে এবং গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সম্মান বৃদ্ধি পেয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এই অর্জনের পেছনে সংসদের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, সংসদ সদস্যরা আইন প্রণয়ন ও বাস্তবায়ন, বাজেট প্রণয়ন ও অনুমোদন, রাষ্ট্র পরিচালনায় তত্ত্বাবধান ও পরামর্শ প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
প্রধানমন্ত্রী বলেন, এই সংসদের শেষ অধিবেশনটি শুরু হতেই আমরা তিনজন সংসদ সদস্যকে হারিয়েছি। তাদের মৃত্যু আমাদের জন্য গভীর শোক ও বেদনার।
তিনি বলেন, আমরা তাদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।
সংসদে এ সময় অন্যদের মধ্যে আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, আ স ম ফিরোজ, নূর উদ্দিন নয়ন, আনোয়ার হোসেন খান, মুহিবুর রহমান, কাজী কানিজ সুলতানা, মসিউর রহমান রাঙা, পীর ফজলুর রহমান বক্তব্য রাখেন।