জাপানের ইয়ো জিমা দ্বীপের কাছে একটি নতুন দ্বীপ জেগে উঠেছে। জাপানি নৌবাহিনী গত ১ নভেম্বর দ্বীপটিকে শনাক্ত করে এবং একটি ছবি তোলে। ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট দ্বীপটি এখনো আগ্নেয়গিরির আগুনে পুড়ছে এবং এটি থেকে ধোঁয়া বের হচ্ছে।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবে নতুন এ দ্বীপটি সৃষ্টি হয়েছে।
গত এক বছর ধরেই ওই এলাকায় সমুদ্রের নিচে অগ্ন্যুৎপাত হচ্ছিল। আর এই অগ্ন্যুৎপাতের ওপর নজর রাখছিল দেশটির আবহাওয়া দপ্তর। তবে টোকিও বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, নতুন দ্বীপ সৃষ্টি হওয়ার মতো শক্তিশালী অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে গত ৩০ অক্টোবর।
নতুন দ্বীপটির নাম এখনো ঠিক করা হয়নি। তবে, এটিকে এখন পর্যন্ত ‘ফুকাকুশিমা ডিস্টার্ব্যান্স দ্বীপ’ নামে ডাকা হচ্ছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, নতুন দ্বীপটি এখনো অস্থির অবস্থায় রয়েছে। তাই, এটি ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্বের নবীনতম দ্বীপটি সৃষ্টি হওয়ায় বিজ্ঞানীরা বেশ উৎসাহিত। তারা এটিকে পর্যবেক্ষণ করে আগ্নেয়গিরির গতিবিধি সম্পর্কে আরও জানতে চান।