প্রধানমন্ত্রীর জনসভায় উন্নয়নের অগ্রগতি ও আগামী নির্বাচনের আশা

আরো পড়ুন

ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচনেও দেশের মানুষ নৌকায় ভোট দেবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ ও উন্নত দেশ।

শনিবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আরামবাগে মেট্রোরেলের সাভার থেকে ভাটারা অংশের কাজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত জনসভায় এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, গ্যাসসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, মেট্রোরেল চালু হলে ঢাকাবাসীর যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এটি ঢাকাকে আরও উন্নত ও আধুনিক করে তুলবে।

আগামী নির্বাচনে বিএনপির পরাজয় নিশ্চিত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির জনসমর্থন নেই। তারা মানুষ পুড়িয়ে আন্দোলন করে। কিন্তু আওয়ামী লীগ সরকার জনগণের সমর্থনে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আমরা আল্লাহর ওপর ভরসা রাখি। জনগণের সমর্থনে আস্থা রাখি। আবারও মানুষের সমর্থন নিয়ে আমরা ক্ষমতায় আসব।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ