পূজামণ্ডপে আ.লীগের পাহারা, বিএনপির সমাবেশে একই পরিণতি: ওবায়দুল কাদের

আরো পড়ুন

দুর্গাপূজা চলাকালে সারাদেশে পূজামণ্ডপ ও হিন্দুদের বাড়িঘর পাহারা দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (২০ অক্টোবর) পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কাদের বলেন, কুমিল্লার সহিংসতার ঘটনায় দল থেকে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিষয়টি খতিয়ে দেখছেন।

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১০ ডিসেম্বরের একই পরিণতি হবে ২৮ অক্টোবরের।

পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দুর্গাপূজা বাংলাদেশের সব ধর্মের মানুষের মিলনমেলা। এই উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে হবে। পূজামণ্ডপ ও হিন্দুদের বাড়িঘর পাহারা দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হলো।

তিনি বলেন, কুমিল্লার সহিংসতার ঘটনায় দলের গোচরে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর উদ্বেগের সঙ্গে নিজেই খোঁজখবর নিয়েছেন। দল থেকে গোটা ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে। কেউ অপকর্ম করলে সাংগঠিনক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১০ ডিসেম্বরের একই পরিণতি হবে ২৮ অক্টোবরের।

তিনি বলেন, বিএনপি যে কর্মসূচি ঘোষণা করেছে তা তাদের ব্যর্থতার প্রমাণ। মানুষ তাদের কথা শুনতে চায় না। তাই তারা জোর করে জনসভা করতে চায়। কিন্তু জনগণ তাদের বাধা দেবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ