পুকুরে ডুবে প্রান গেল একই পরিবারের দুই শিশুর

আরো পড়ুন

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ঘুনী গ্রামে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের মোল্যা বাড়ির রফিকুল ইসলামের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, রফিকুল ইসলামের তিন পুত্র সন্তান। নিহত শিশু দুটির মধ্যে একজনের বয়স সাত বছর সে কিছুটা মানসিক প্রতিবন্ধী এবং অন্য জনের বয়স তিন বছর। দুই ছেলে মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি জানান, ঘটনার দিন দুপুরে শিশু দুইটি বাড়ির পাশে খেলা করছিল । এরপর কোন একসময় তারা লোক চক্ষুর আড়ালে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন দীর্ঘক্ষন তাদের কোন সাড়া না পেয়ে খোজাখুজি করতে থাকে । একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে মৃত অবস্থায় তাদের কে উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতেই নিহত দুই শিশুকে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাসেল।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ