পাঁচদফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সমাবেশ

আরো পড়ুন

পাঁচ দফা দাবি বাস্তবায়নে আগামী ৫ সেপ্টেম্বর যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সমাবেশ অনুষ্ঠিত হবে। বিস্তারিত কমসূচি উল্লেখ করে শনিবার বেলা ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলা শাখার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মিয়া মো. আব্দুল হালিম বলেন, পাঁচ দফা দাবিতে যশোর নিউমাকেট উপশহর মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়ার নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়েজুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খুলনা বিভাগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন।

এদিকে, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শোয়াইব হোসেন, যশোর জেলা সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার, এসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ এম মহাসিন, সাংগঠনিক সম্পাদক মুফতি আবুজার বিন হাফিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লা প্রমুখ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ