মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার নিন্দা করেছেন। তিনি এ সহিংসতাকে “আগুনে পেট্রোল ঢেলে দেওয়া” বলে অভিহিত করেছেন।
বাইডেন বলেছেন, “পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর চরমপন্থী বসতি স্থাপনকারীদের হামলা অবশ্যই বন্ধ করতে হবে। এটি থামাতে হবে। তাদের জবাবদিহি করতে হবে। এটা অবিলম্বে বন্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “তারা এমন জায়গায় ফিলিস্তিনিদের আক্রমণ করছে যেখানে তাদের অধিকার রয়েছে এবং… এটি এখনই বন্ধ করতে হবে।”
গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলা ও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ক্রমাগত বোমাবর্ষণের পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়ে গেছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, বসতি স্থাপনকারীদের হাতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে। মানবিক সংস্থাগুলো জানিয়েছে, বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের গাড়িতে অগ্নিসংযোগ করেছে এবং বেশ কয়েকটি ছোট বেদুইন সম্প্রদায়ের ওপর হামলা করেছে, তাদের অন্য এলাকায় সরে যেতে বাধ্য করেছে।
বাইডেনের এই নিন্দার পরও প্রশ্ন রয়ে গেছে যে, যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সহিংসতা থামাতে। বাইডেন প্রশাসন ইতিমধ্যেই ইসরায়েলি সরকারকে বসতি স্থাপন বন্ধের আহ্বান জানিয়েছে, কিন্তু ইসরায়েল এ আহ্বান প্রত্যাখ্যান করেছে।
বাইডেন প্রশাসনের এই নিন্দা ফিলিস্তিনিদের জন্য একটি সামান্য হলেও আশার আলো। ফিলিস্তিনি নেতারা বাইডেনের এই নিন্দাকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে, এটি একটি ইতিবাচক পদক্ষেপ।