বাংলাদেশ রেলওয়ে আগামী ১ নভেম্বর থেকে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা-খুলনা ও বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী দুটি ট্রেন পরিচালনা করবে। এই ট্রেনগুলো যমুনা সেতু হয়ে চলাচল করত।
নতুন রুট অনুযায়ী, খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস (৭২৫) রাত ৯টা ৪৫ মিনিটে ছাড়বে এবং ভোর ৫টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস (৭২৬) সকাল ৮টা ১৫ মিনিটে ছাড়বে এবং বিকেল ৩টা ৫০ মিনিটে খুলনায় পৌঁছাবে।
এছাড়াও, বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) দুপুর ১টায় ছাড়বে এবং রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস (৭৯৬) রাত ১১টা ৪৫ মিনিটে ছাড়বে এবং সকাল ৭টা ২০ মিনিটে বেনাপোল পৌঁছাবে।
নতুন রুটে যাত্রাবিরতি হবে যেসব স্টেশনে:
সুন্দরবন এক্সপ্রেস (৭২৫/৭২৬): দৌলতপুর, নোয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর এবং ভাঙ্গা জংশন
বেনাপোল এক্সপ্রেস (৭৯৫/৭৯৬): ঝিকরগাছা, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর এবং ভাঙ্গা জংশন
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, নতুন রুটে ট্রেন চলাচল নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।